৮মাসের সন্তান রাব্বিকে হত্যার অভিযোগে পিতা রফিকুল গ্রেপ্তার

0
615
 নিজস্ব প্রতিবেদক ঃঃরাজধানীর দক্ষিণখানের সেলিম মার্কেট গলিতে ৮ মাসের সন্তান রাব্বিকে হত্যার অভিযোগে পিতা রফিকুলকে (২৩)গ্রেপ্তার করেছে দক্ষিণ খান থানা পুলিশ।
৪ জানুয়ারি রবিবার বিকাল তিনটার দিকে সেলিম মার্কেট গলিতে ২৭নাম্বার বাড়ির ফুফুর ভাড়া বাসায় বেড়াতে গিয়ে পিতা রফিকুল ইসলাম তার স্ত্রী রহিমা বেগমের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রীর কোলে থাকা ৮মাসের সন্তান রাব্বিকে কেড়ে নিয়ে আছাড় দিলে মাথা ফেটে গিয়ে তার মৃত্যু হয় বিষয়টি নিশিত করেছে দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ শিকদার মো.শামিম হোসেন।
এঘটনায় স্বামীকে আটক করেছে দক্ষিণ খান থানা পুলিশ। ফুফুর বাসায় বেড়াতে গিয়ে এঘটনাটি ঘটিয়েছে বলে জানান,ফুফু ফিরোজা বেগম। দম্পতি দক্ষিণ খান এলাকার আবুল এর বাসার ভাড়াটিয়া। রফিকুলের দেশের বাড়ি শেরপুর জেলার শ্রীবদী থানায়।রফিকুল পেশায় একজন রিকশা চালক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here