সাভার পৌর নির্বাচনে ৪ মেয়রসহ সকল কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

0
661

মোঃ রিপন মিয়া আশুলিয়া (ঢাকা) প্রাতিনিধি:
আগামী ১৫ জানুয়ারী অনুষ্ঠিত সাভার পৌরসভা নির্বাচনে মেয়র ও ৯ টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলরসহ সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেছেন নির্বাচন কমিশনার। সাভার পৌর নির্বাচনে মেয়র পদে ৪ জন প্রার্থীসহ ৫৯ কাউন্সিলর প্রার্থীদের দাখিলকৃত মনোনয়পত্র বৈধ ঘোষণা করেছে সাভার পৌর সভার নির্বাচনী রিটার্ণিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন অফিসার মুনীর হোসাইন খান।

মঙ্গলবার সকাল ১১ টা থেকে দুপুর পর্যন্ত সাভার সরকারি কলেজে পৌর নির্বাচনে অস্থায়ী রিটার্ণিং কর্মকর্তার কার্যালয়ে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। যাচাই বাছাই শেষে আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থী হাজী মোঃ আব্দুল গণি, বিএনপি’র দলীয় প্রার্থী আলহাজ মোঃ রেফাত উল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোশারফ হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান কুটি মোল্লাসহ ৯ টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ৪৯ জনসহ সংরক্ষিত ১০ নারী কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্ণিং কর্মকর্তা। এসময় ৪ জন মেয়র প্রার্থীই রিটার্ণিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত ছিলেন। পরে মেয়র প্রার্থীরা এক সঙ্গে ছবি তুলে ফটোসেশন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here