বিনোদন প্রতিবেদকঃ দীর্ঘদিন পর চলচ্চিত্রে গান গাইলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এস আই টুটুল । গানের শিরোনাম ‘তুমি আলতো প্রেমে দুহাত বাড়ালে’। গানটিতে আরও কণ্ঠ দিয়েছেন তাসনিম আনিকা ।
সুদীপ কুমার দীপের লেখা গানটির সঙ্গীতায়োজন করেছেন শামীম মাহমুদ । শুক্রবার (১১ ডিসেম্বর) রাজধানীর মগবাজারে ফোকাস স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে ।
( মাঝের ফটো )
গান প্রসঙ্গে জাগরণকে এস আই টুটুল বলেন, “অনেক দিন পর প্লেব্যাক করছি। খুব ভালো লাগছে। সিনেমা আমার অন্যতম ভালোলাগার জায়গা। গানটির কথা ও সুর দারুণ হয়েছে । আমার মনে হয় মুক্তির পর গানটি শুনে শ্রোতারা মুগ্ধ হবেন
গানটি ব্যবহৃত হবে শফিক হাসান পরিচালিত ‘দ্য অ্যাডভাইজার’ ছবিতে। পরিচালক বলেন, “এস আই টুটুল দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী । অসংখ্য জনপ্রিয় গান আছে তার। সিনেমায় গান গেয়েও তিনি সফল। আমার মনে হয় তার গাওয়া নতুন গানটিও সফল হবে ।
‘দ্য অ্যাডভাইজার’ ছবিতে অভিনয় করবেন পরীমনি। যদিও এখনও নায়ক নির্বাচিত হয়নি ।