আমিনুল ইসলামঃ
হযরত শাহ্ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর বাস ষ্টেশনে ডিএমপি পুলিশের উদ্যোগে সাধারন মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে ।
২১ মার্চ রবিবার সকাল ১১টার দিকে ডিএমপি উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার মো: শহিদুল্লা মাস্ক বিতরণ কালে নিজ হাতে সাধারন মানুষের মুখে মাস্ক পরিয়ে দেন
এ সময় পুলিশের উর্ধতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: হাফিজুর রহমান, কামরুজ্জামান সরদার, তাপস কুমার দাস ও সহকারি উপপুলিশ কমিশনার রেজাউল করিম। বিমান বন্দর থানার অফিসার ইনচার্জ ফরমান আলী, বিমান বন্দর ফাড়ী ইনচার্জ মেহেদী হাসান প্রমুখ।
মাস্ক বিতরণ শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে উপপুলিশ কমিশনার মোঃ শহিদুল্লা বলেন, আমরা আইজিপি স্যার ও ডিএমপি কমিশনার স্যারের নির্দেশে মাস্ক বিতরণ ও নতুন করে করোনার প্রকোপের কারনে সাধারন মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে মাস্ক বিতরন করছি। সেই সাথে সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে দৈনন্দিন কাজ করতে আহবান করছি।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা মাঠে আছি এবং কাজ করে যাচ্ছি। যারা মাস্ক পরছে না,সাবাইকে বলছি আপনারা মাস্ক পরেন, নিজে ভাল থাকেন, আপনার পরিবারকে ভালো রাখেন। আমরা মাস্ক বিতরনের মাধ্যমে এই ম্যাসেজটা দিচ্ছি, যে সচেতনতাই পারে একমাত্র মহামারি করোনা থেকে নিজেকে বাঁচাতে।