আমাদের টিকা ‘মাস্ক’

0
677

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন বলেছেন, ‘মাস্ক নিয়ে আমরা কয়েকদিন যাবৎ ক্যাম্পেইন করছি। আমরা সবাই মাস্ক পরবো, সেটাই আমাদের টিকা।

রোববার (১৩ ডিসেম্বর) দুপুর ১টায় খানপুর মোড়ে মহান বিজয় দিবস উপলক্ষে নাসিক ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেমের উদ্যোগে প্রায় পাঁচ হাজার জাতীয় পতাকা প্রতীকের ‘টিম কিউআর ১২’ মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। পরে তিনি উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ও জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করে কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মো. ইমতিয়াজ আহম্মেদ, ‘করোনা হাসপাতাল নারায়ণগঞ্জের (খানপুর ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতাল) তত্ত্বাবধায়ক ডা. গৌতম রায়, নাসিক ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু, বীর মুক্তিযোদ্ধা নূর আলম, সাবেক কাউন্সিলর আজহারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা খোকা, বীর মুক্তিযোদ্ধা মহব্বত হাসেম, বীর মুক্তিযোদ্ধা শিখ চক্রবর্তী প্রমুখ। ’

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মো. ইমতিয়াজ আহম্মেদ বলেন, ‘যার যার মাস্ক যেন যথাযথ ভাবে পরি। সবার যেন অবশ্যই মাস্ক মুখে ও নাকের ওপরে থাকে। মাস্ক কিন্তু নাক ও মুখ রক্ষার জন্যই। ’

করোনা হাসপাতাল নারায়ণগঞ্জের তত্ত্বাবধায়ক ডা. গৌতম রায় বলেন, ‘কাউন্সিলর শওকত হাসেম শকু ব্যক্তিগত উদ্যোগে প্রতিনিয়ত করোনা প্রতিরোধে কাজ করে যাচ্ছেন। তিনি করোনার শুরু থেকে আজ পর্যন্ত করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারণকে সচেতনতায় এগিয়ে আসছেন। ’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম বলেন, মহান বিজয় উপলক্ষে জাতীয় পতাকা প্রতীকে মাস্ক বিতরণ করা হলো। করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপে প্রথমে প্রায় ১২ নম্বর ওয়ার্ডের পাঁচ হাজার মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হলো। আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবো। ঘর থেকে বের হওয়ায় সময় অবশ্যই মাস্ক পরবো। করোনা ভাইরাসকে আমরা জয় করে চলছি, সামনেও জয় করবো। ’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here