ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে স্বরূপকাঠিতে মুক্তিযোদ্ধা ও সরকারি কর্মকর্তাদের মানববন্ধন

0
704

হযরত আলী হিরুঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে পিরোজপুরের স্বরূপকাঠিতে মানববন্ধন করেছে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী ও মুক্তিযোদ্ধা সংসদ।

১২ ডিসেম্বর (শনিবার) উপজেলা পরিষদের সামনে ও মুক্তিযোদ্ধা সংসদের সামনের সড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ইউএনও মো. মোশারেফ হোসেন, সিনিয়র সহকারি পুলিশ সুপার (নেছারাবাদ-কাউখালী সার্কেল) মো. রিয়াজ হোসেন, সহকারি কমিশনার (ভুমি) মো. বশির গাজী, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া, ওসি আবির মোহাম্মদ হোসেন,

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহিদ হোসেন ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. হারুন অর রশিদ দাদাভাই, সাবেক কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন, প্রেসক্লাব সভাপতি ও মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা কাউন্সিলর মো. জাহিদ হোসেন বিপ্লব প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here