১ ডিসেম্বরকে রাষ্ট্রীয়ভাবে ‘মুক্তিযোদ্ধা দিবস’ পালনের দাবি জাসদের

0
591

বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিন পহেলা ডিসেম্বরকে ‘মুক্তিযোদ্ধা দিবস’ হিসাবে রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক জাসদ। মঙ্গলবার (১ ডিসেম্বর) ‘মুক্তিযোদ্ধা দিবস’ উপলক্ষে জাসদের এক অনুষ্ঠানে এ আহ্বান জানান দলটির সভাপতি হাসানুল হক ইনু এমপি।
জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন জানান, মঙ্গলবার সকাল ৮টায় বীর মুক্তিযোদ্ধা কবরস্থান ও সকাল সাড়ে ৯টায় শিখা চিরন্তনে পুষ্পস্তবক অর্পণ করে জাসদের মুক্তিযোদ্ধা দিবসের কর্মসূচি শুরু হয়েছে। বীর মুক্তিযোদ্ধা কবরস্থান ও শিখা চিরন্তনে শ্রদ্ধা নিবেদন করেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি, সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, সহ-সভাপতি সফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান প্রমুখ।
হাসানুল হক ইনু শ্রদ্ধার্পণ অনুষ্ঠানে বলেন, ‘আমরা ছুটি চাইনা, আমরা চাই মুক্তিযোদ্ধা দিবসে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুক্তিযোদ্ধা মন্ত্রী বাণী দেবেন, মন্ত্রীরা মুক্তিযোদ্ধাদের কবরে ফুল দিবেন এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা হবে।’।
জাসদ ছাড়াও মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে মঙ্গলবার শিখা চিরন্তনে শ্রদ্ধা নিবেদন করেন সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার মেজর জেনারেল কে এম শফিউল্লাহ বীরউত্তম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সম্মিলিত মুক্তিযোদ্ধা পরিষদের আহ্বায়ক শাহজাহান খান, সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ, সেক্টর কমান্ডার্স ফোরাম, জাতীয় যুব জোট, বাংলাদেশ ছাত্রলীগ (হা-ন), জাতীয় কৃষক জোট, জাতীয় নারী জোট সহ বিভিন্ন সামাজিক সংগঠন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here