শতাধিক ডিজাইনের জ্যাকেট নিয়ে শীত আয়োজনে ‘সারা’

0
723

মৃদু হিম বাতাস দিয়ে শীতকাল তার আগমন বার্তা জানিয়েছে বেশ আগেই। শুকিয়ে যাওয়া পাতারা তার শেষ সবুজ খুঁজতে মরিয়া। আর এই ঋতুতে ফ্যাশন যেন নতুনভাবে প্রকাশ পায় বরাবরই।

শীত ফ্যাশন মানেই এখন ‘সারা’ লাইফস্টাইলের সংগ্রহ। বরাবরের মতই ‘সারা’ এবারও নিয়ে এসেছে সাশ্রয়ী মূল্যে শতাধিক ডিজাইনের শীতকালীন পোশাক সামগ্রী। এছাড়াই প্রায় অর্ধ শতাধিক কালার এর ভিন্নতা থাকছে এই শীতকালীন পোশাকের আয়োজনে।

সারা’র শীতকালীন পোশাক থাকছে সকল বয়সী মানুষের জন্য।  শীত আয়োজনে ‘সারা’ এবার নিয়ে এসেছে ম্যানজ অ্যান্ড  ওমেন্স বোম্বার জ্যাকেট, ম্যানজ অ্যান্ড  ওমেন্স উইন্ড ব্রেকার, ম্যানজ অ্যান্ড  ওমেন্স  ব্লেজার, ফুল স্লিভস টি-শার্ট, ডেনিম জ্যাকেট, ডেনিম শাল, ডেনিম টপস অ্যান্ড  কুর্তি,  ম্যানজ অ্যান্ড  ওমেন্স কুইল্টেড ভেস্ট, ম্যানজ অ্যান্ড  ওমেন্স পাফার জ্যাকেট, বিভিন্ন রকমের হুডি, ম্যানজ ক্যাজুয়াল ব্লেজার, ফ্ল্যানেল শার্টস, ফ্ল্যানেল স্কার্ফ, কিডস পাফার জ্যাকেট এবং কিডস হুডিজ। মাত্র ৫০০/- থেকে শুরু করে ২৫০০/- এর মধ্যেই এসকল পোশাক আপনি পেতে পারেন শুধুমাত্র সারাতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here