রোজার মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে জরুরি বৈঠকে বসেছে সরকার। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আজ রোববার বিকেলে এই বৈঠক শুরু হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ ছাড়াও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা সভায় যোগ দিয়েছেন।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ছাড়াও বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সচিবেরা সভায় অংশ নিয়েছেন।
একজন সরকারি কর্মকর্তা জানান, রোজা শুরুর আগে জিনিসপত্রের নাম যাতে মানুষের নাগালের মধ্যে থাকে, সার্বিক বিষয় পর্যালোচনা করে সেই পদক্ষেপ নিতেই এই বৈঠক ডাকা হয়েছে।