ডাকসু নির্বাচনে ভিপি পদে শিবির সমর্থিত সাদিক কায়েম ও জিএস পদে এস এম ফরহাদের বিপুল জয়

0
8
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডাকসু নির্বাচনের ফল ঘোষণার পর শিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম ও জিএস পদে এস এম ফরহাদ

ডাকসু নির্বাচনে বিপুল ভোটে ভিপি নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম ও জিএস পদে এস এম ফরহাদ।

এই নির্বাচনে ছাত্র সংসদ ও হল সংসদের অন্যান্য পদেও শিবির সমর্থিত প্রার্থীরা বেশিরভাগ পদে বিজয়ী হয়েছেন।

ভিপি পদে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের মোঃ আবু সাদিক ওরফে সাদিক কায়েম সর্বোচ্চ পেয়েছেন ১৪০৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫৭০৮ ভোট।

জিএস পদে শিবির সমর্থিত প্রার্থী এসএম ফরহাদ পেয়েছেন ১০৭৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত শেখ তানবীর বারী হামিম পেয়েছেন ৫২৮৩ ভোট।

সহ-সাধারণ সম্পাদক বা এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের মোঃ মহিউদ্দিন খান বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১১৭৭২ ভোট।

সোমবার বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হলেও সারারাত ধরে ভোটগণনা চলে।

রাতেই বিভিন্ন হল থেকে ভোটের ফলাফল আসতে শুরু করে।

তবে আনুষ্ঠানিকভাবে সকাল সোয়া আটটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।

এর মধ্যেই কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী উমামা ফাতেমা ও ছাত্রদলের আবিদুল ইসলাম খান। ভিপি প্রার্থী হিসেবে উমামা ফাতেমা মোট পেয়েছেন ৩৩৮৯টি।

বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের আব্দুল কাদের পেয়েছেন ১১০৩ ভোট।

তবে নির্বাচনে কোনও কারচুপি হয়নি, বরং একটি মডেল নির্বাচন হয়েছে বলে দাবি করেছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।

ডাকসু নির্বাচনে জয়ের পথে শিবিরের ভিপি ও জিএস প্রার্থী

 

ডাকসু নির্বাচনে ভোটে এগিয়ে রয়েছেন শিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম ও জিএস প্রার্থী এস এম ফরহাদ

ডাকসু নির্বাচনে এখন পর্যন্ত যে ফলাফল ঘোষণা করা হয়েছে, তাতে বিপুল ভোটে জয়ের পথে রয়েছেন ছাত্র শিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম ও জিএস প্রার্থী এস এম ফরহাদ।

ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত সাতটি ভোট কেন্দ্রের ১৬টি হলের ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। অন্য অন্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেক ভোটে এগিয়ে রয়েছেন শিবিরের দুই পদের প্রার্থী।

এখন একটি ভোটকেন্দ্রের দুইটি হলের ফলাফল বাকি রয়েছে।

ইতোমধ্যেই ডাকসু নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েচেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সক-সভাপতি প্রার্থী উমামা ফাতেমা।

ডাকসু নির্বাচন প্রত্যাখ্যান করলেন ছাত্রদলের ভিপি প্রার্থী

ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি বা ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বুধবার মধ্যরাতে দেয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।

সামাজিক মাধ্যমে দেয়া ওই পোস্টে মি. খান লেখেন, “পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।”

ঢাবি শিক্ষার্থীদের রায়কে সম্মান জানালেন ছাত্রদলের জিএস প্রার্থী হামিম

 

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রায়কে সম্মান জানিয়ে পাশে থাকার ঘোষণা দিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী শেখ তানভীর বারী হামিম।

বুধবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া একটি পোস্টে এসব কথা লেখেন তিনি।

মি. হামিম লিখেছেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন- এটিই তাদের রায় তবে এই রায়কে আমি সম্মান জানাই।”

তবে, ঢাকসু নির্বাচনে ভোট গণনার ক্ষেত্রে মেশিনের ত্রুটি, জালিয়াতিসহ কিছু অনিয়মের প্রসঙ্গও উল্লেখ করেন মি. হামিম।

ডাকসু নির্বাচন বয়কটের ঘোষণা উমামা ফাতেমার

স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহ-সভাপতি বা ভিপি প্রার্থী উমামা ফাতেমা

কারচুপির অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বয়কটের ঘোষণা দিলেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহ-সভাপতি বা ভিপি প্রার্থী উমামা ফাতেমা।

বুধবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই ঘোষণা দেন তিনি।

সামাজিক মাধ্যমে উমামা লেখেন, “ডাকসু বর্জন করলাম। সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন। পাঁচই অগাস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন।”

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে “শিবির পালিত প্রশাসন” বলেও উল্লেখ করেন মিজ ফাতেমা।

ডাকসু নির্বাচনে ছাত্র-শিক্ষক কেন্দ্রের ফল ঘোষণা

ছাত্র-শিক্ষক কেন্দ্রের ফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে ছাত্র-শিক্ষক কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। এই কেন্দ্রে মূলত রোকেয়া হলের নারী শিক্ষার্থীরা ভোট দিয়েছিলেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, এখানে কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি বা ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম ১৪৭২ ভোট পেয়েছেন। এই হলে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা পেয়েছেন ৬১৪ ভোট।

এছাড়া ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫৭৫ ভোট।

ছাত্র-শিক্ষক কেন্দ্রেও জিএস ও এজিএস পদে এগিয়ে আছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা।

ডাকসু নির্বাচনে শারীরিক শিক্ষা কেন্দ্রের ফল ঘোষণা

ডাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের ফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে শারীরিক শিক্ষা কেন্দ্রে ভোট দেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, জগন্নাথ হল ও এসএম হলের শিক্ষার্থীরা।

ঘোষিত ফলাফল অনুযায়ী, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সহ-সভাপতি বা ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত সাদিক কায়েম পেয়েছেন ৮৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৩১৪ ভোট।

জগন্নাথ হলে কেন্দ্রীয় ছাত্র সংসদে ছাত্রদলের প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ১২৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা পেয়েছেন ২৭৮ ভোট। এছাড়া এই হলে কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক পদে মেঘমল্লার বসু ১১৭০ ভোট পেয়েছেন।

ডাকসু’র ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রের ফল ঘোষণা

ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রের ফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রের ফল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই কেন্দ্রে ভোট দেন শামসুন্নাহার হলের শিক্ষার্থীরা।

ঘোষিত ফলাফল অনুযায়ী, এই হলে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সহ-সভাপতি বা ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত সাদিক কায়েম পেয়েছেন ১১১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৪৩৪ ভোট।

এছাড়া স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা ৪০৩ ভোট পেয়েছেন।

এই হলের ভোট ঘোষণার সময় বিশৃঙ্খলা তৈরি হয়। পরে পুলিশের উপস্থিতিতে ভোটের ফল ঘোষণা করেন ওই কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা।

ডাকসু নির্বাচনে কার্জন হল কেন্দ্রের ফল ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে কার্জন হল কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। এই কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল, ফজলুল হক মুসলিম হল ও শহিদুল্লাহ হলের শিক্ষার্থীরা ভোট দিয়েছিলেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী এই কেন্দ্রের তিনটি হলেই ভোটের ব্যবধানের এগিয়ে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা।

অমর একুশে হলে কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি বা ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত সাদিক কায়েম পেয়েছেন ৬৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ১৪১ ভোট।

ফজলুল হক মুসলিম হলে কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি বা ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত সাদিক কায়েম পেয়েছেন ৮৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ১৮১ ভোট।

এছাড়া শহীদুল্লাহ হলে কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি বা ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত সাদিক কায়েম পেয়েছেন ৯৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ১৯৯ ভোট।

এই তিনটি হলেই সাধারণ সম্পাদক এবং সহ-সাধারণ সম্পাদক পদেও এগিয়ে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা।

ডাকসু নির্বাচনে অমর একুশে হলের ফল ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে অমর একুশে হলের ফল ঘোষণা করা হয়েছে। কার্জন হল কেন্দ্র থেকে ফলাফল ঘোষণা করেন ওই কেন্দ্রের দায়িত্বরতরা।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সহ-সভাপতি পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদিক কায়েম। যেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের চেয়ে পাঁচশ’র বেশি ভোটে এগিয়ে রয়েছেন তিনি।

এছাড়া জিএস ও এজিএস পদেও এগিয়ে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা।

সূএ :বিবিসি বাংলা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here