বাংলাদেশিদের জন্য ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় অথবা প্রতিবেশী অন্য কোনো দেশে স্থানান্তরের অনুরোধ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের ২১ জন রাষ্ট্রদূত সাক্ষাৎ করতে গেলে এ অনুরোধ জানান তিনি। দুপুর ১২টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এ বৈঠকের পর থেকেই অন্তর্বর্তী সরকারের প্রধান ও শান্তিতে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রশংসা করছেন সবাই। সোশ্যাল মিডিয়ার ফেসবুকে এ নিয়ে নেটিজেনদের উচ্ছ্বাস দেখা গেছে।
নেটিজেনরা লিখেন, বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান এ পর্যন্ত এমন কাজ করার উদ্যোগ নেয় নাই। তারা এ কাজ করার কোনো পরিকল্পনাও করে নাই। আসলে জ্ঞানী লোকের মাথায় জ্ঞানী কাজ। ধন্যবাদ ড. ইউনূস স্যার, আমরা আশা করি আপনার নেতৃত্বে এ দেশ অনেক উন্নতের শিখরে পৌঁছাবে।
সৌশন দন নামে একজন লিখেছেন, প্রধান উপদেষ্টার এই প্রস্তাবকে স্বাগত জানাই। তাহলে ভারতের স্বেচ্ছাচারিতা থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পাবে।
রবিউল হোসাইন নামে একজন লিখেছেন, নিঃসন্দেহে দেশ ও জাতির জন্য ভালো পদক্ষেপ হবে এটা। সঠিক একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস স্যারকে ধন্যবাদ জানাই।
আনোয়ার হোসাইন নামে একজন ফেসবুকে লিখেছেন, আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে উন্নয়ন, ধন্যবাদ ড. ইউনূস স্যার।
সূএ :দৈনিক ইনকিলাব