মালয়েশিয়ায় বসবাসরত ভিসাহীন অভিবাসীদের ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ দেশে ফিরে যাওয়ার কর্মসূচি চলমান রয়েছে। তবুও থেমে নেই ধরপাকড়। অভিযানে আটক হচ্ছেন বাংলাদেশিসহ অসংখ্য অভিবাসী।
গতকাল মঙ্গলবার (১১ জুন) দেশটির ইমিগ্রেশন বিভাগ নেগরি সেম্বিলানের কুয়ালা পিলাতে অভিযান চালিয়ে চার বাংলাদেশিসহ ৪৬ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে।
নেগ্রি সেম্বিলান ইমিগ্রেশনের প্রধান কেনিথ তান আইক কিয়াং বলেছেন, সোমবার (১০ জুন) রাত ৯টা থেকে মঙ্গলবার (১১ জুন) রাত ২টার মধ্যে পরিচালিত দুটি অভিযানে তাদের আটক করা হয়।
বিবৃতিতে তিনি বলেন, আমরা অভিযানের সময় ১২টি স্থান পরিদর্শন করে ৪৬ জন বিদেশিকে আটক করেছি, যাদের মধ্যে ১৩ জন নারী রয়েছে। অভিবাসন আইন লঙ্ঘন করার পরে তাদের আটক করা হয়েছে।
তিনি বলেন,আটককৃত ৪৬ জনের মধ্যে ২৪ জন মিয়ানমারের নাগরিক, ৯ জন ইন্দোনেশিয়ান, ৫ জন ভারতীয়, ৪ জন বাংলাদেশি, ৩ জন শ্রীলঙ্কান ও ১ জন পাকিস্তানি। আটককৃতদের ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।
ইমিগ্রেশন বিভাগ, নিয়োগকর্তা ও স্থানীয় জনসাধারণকে সতর্ক করে তিনি আরও বলেন,অনথিভুক্ত বিদেশিকে নিয়োগ অথবা আশ্রয় দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সূত্রঃ ঢাকা পোষ্ট