ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল বলেছেন, ‘রাশিয়া হামলা শুরু করার পর থেকে তাঁর দেশ ৫০০ বিলিয়ন ডলারের বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে।’ প্রধানমন্ত্রী মঙ্গলবার তিন প্রতিবেশী দেশ চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড ও স্লোভেনিয়ার নেতাদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন। বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।
ডেনিস শ্যামিহাল বলেছেন, ‘যুদ্ধের পরে ইউক্রেনের পুনরুদ্ধারের জন্য রাশিয়াকে অর্থ প্রদান করতে হবে।’ ইউক্রেন যুদ্ধে জয়লাভ করলেও ঠিক কীভাবে ক্ষতিপূরণ আদায় করা যেতে পারে, সে বিষয়ে শ্যামিহাল কিছু বলেননি। তবে বিদেশে রাশিয়ার সম্পত্তি বাজেয়াপ্ত করার কথা উল্লেখ করেছেন।
ইউক্রেনের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ইউক্রেন মিত্রদের কাছ থেকেও আর্থিক সহায়তা চাইবে।’
এর আগে ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল টুইটে ওই তিন প্রধানমন্ত্রীকে ‘সত্যিকারের বন্ধু’ আখ্যা দিয়ে তাঁদের সাহসের প্রশংসা করে লেখেন, ‘প্রধানমন্ত্রীরা ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলের পক্ষ থেকে কিয়েভে এসেছিলেন।’