লাখ লাখ নতুন ছায়াপথের মানচিত্র বানালেন অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা

মরুভূমিতে উন্নত টেলিস্কোপ ব্যবহার করে লাখ লাখ নতুন ছায়াপথের মানচিত্র তৈরি করেছেন অস্ট্রেলিয়ান বিজ্ঞানীরা। তারা জানিয়েছেন, নতুন এ মানচিত্রে ৩০ লক্ষাধিক ছায়াপথ অন্তর্ভুক্ত রয়েছে। আগের গবেষণার চেয়ে এতে যে ছবি পাওয়া যাবে, তাতে দ্বিগুণ তথ্য মিলবে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

অস্ট্রেলিয়ার জাতীয় বিজ্ঞান সংস্থা সিএসআইআরও জানিয়েছে, মাত্র ৩০০ ঘণ্টায় তৈরি মহাবিশ্বের নতুন এই মানচিত্রে বিশদ তথ্য যুক্ত করা হয়েছে। ফলে এ সংক্রান্ত নতুন আবিষ্কারের ক্ষেত্রে এটি সহায়তা করবে।

মঙ্গলবার ‘পাবলিকেশন অব দ্য অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অব অস্ট্রেলিয়া’য় এ গবেষণার প্রাথমিক ফলাফল প্রকাশ করা হয়। গবেষণা প্রবন্ধটির প্রধান লেখক ছিলেন ডেভিড ম্যাককনেল। তিনি বলেন, তাদের তৈরি এ মানচিত্র ব্যবহার করে দুনিয়ার নানা প্রান্তের বিজ্ঞানীরা গবেষণার সুযোগ পাবেন। কেননা এটি সবার জন্য উন্মুক্ত।

ভবিষ্যতের সমীক্ষায় আরও লাখ লাখ ছায়াপথের সন্ধান পাওয়ার ব্যাপারেও আশাবাদের কথা জানান গবেষক ম্যাককনেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here