ডিআরইউ’র নতুন নেতৃত্বকে জিএম কাদেরের অভিনন্দন

0
723

ঢাকাস্থ পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) -এর নব নির্বাচিত নেতাদের প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের, এমপি।
মঙ্গলবার (১ ডিসেম্বর) এক অভিনন্দন বার্তায় নতুন নেতৃত্বের সাফল্য কামনা করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান।
কাদের আশা প্রকাশ করে বলেন, ‘নব নির্বাচিত কমিটি সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। পেশাদার সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ডিআরইউ। সুসংহত করবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারাকে।’
পেশাদার সাংবাদিকদের ঐক্য ও সংহতি রক্ষায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির ঐতিহ্য অক্ষুণ্ণ থাকবে বলেও আশা প্রকাশ করেন জিএম কাদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here